আর মাত্র আড়াইশো কিমি দূরে ফুঁসছে রেমাল, গোটা বাংলায় জারি লাল সতর্কতা

চার জনের মৃত্যু হয়েছে, কলকাতায় একজন (দেয়াল ধসে) এবং একজন দক্ষিণ-24-পরাগানা (গাছ পড়ে যাওয়ার কারণে), দুইজন পূর্ব বর্ধমানে (ইলেক্ট্রোকশন) ঘূর্ণিঝড় 'রেমাল'-এর সময়, যেটি গতরাতে উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করেছিল।

avatar Soumyajit